Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় মোবাইল চুরির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ২:১২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইল চুরি অবৈধ ভাবে সার বিক্রির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খাগবাড়ি গ্রামের বিষ্ণু মন্দির এলাকায়। আহত সুশান্ত সরকারের স্ত্রী অনিতা মন্ডল জানান আমাদের একটি ব্যবসায়ীর মোবাইল টাকাসহ চুরি করে হরিদাশ বিশ্বাসের ছেলে সন্দীপ বিশ্বাস এ নিয়ে প্রতিবাদ করায় রাতে বিষ্ণু মন্দিরের কাছে আমার শশুর,স্বামী ও দেবরের উপর দেশীয় অশ্রস্বশ্র নিয়ে অর্তকিত ভাবে হামলা চালায় হরিদাশ বিশ্বাস,সম্রাট বিশ্বাস ও সন্দীপ বিশ্বাস এতে খাগবাড়ি গ্রামের বিরেন সরকার (৭৫) ছেলে প্রশান্ত সরকার (৪০) ও সুশান্ত সরকার (৩৫) গুরুতর আহত হয়। এসময় হামলাকারীদের হাত থেকে আহতদেরকে উদ্ধার করতে গেলে কয়েকজন প্রতক্ষদর্শিরাও আহত হয়। এছাড়াও হরিদাশ বিশ্বাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সে খাগবাড়ি গ্রামে তার শশুরবাড়িতে থেকে দীর্ঘদিন ধরে খাগবাড়ি বাজারে অবৈধ ভাবে সার এবং কিটনাশক বিক্রয় করে আসছিল।পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতক্ষদর্শি খগেন্দ্র নাথ মল্লিক,নিতাই গুপ্ত ও যতিন বাইন জানান আমরা দোকানের কাছেই ছিলাম দেখি হঠাৎ করে হরিদাশ বিশ্বাস,সম্রাট বিশ্বাস ও সন্দীপ বিশ্বাস কোনকিছু বুঝে ওঠার আগেই দেশীয় অশ্র নিয়ে বিরেন সরকার,প্রশান্ত সরকার ও সুশান্ত সরকারের উপর এলোপাতির হামলা করে। এদিকে এমন হামলা দেখে স্হানীয় জনতা সন্দীপ বিশ্বাসকে গনধোলাই দিয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান জানান এঘটনায় মামলা হয়েছে পুলিশ দুইজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ