মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তানজানিয়ার আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২১ দেশটির রাজধানী দারুস সালামে গত রোববার অনুষ্ঠিত হয়। আল-হিকমা এডকেশনাল ইনস্টিটিউট আফ্রিকার বিভিন্ন দেশের ২১ জন কুরআনের হাফেজের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করে বলে জানিয়েছে আল-বিলাদ ডটকম ওয়েবসাইট।
পুরো ফুটবল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করে বিপুল সংখ্যক লোক কুরআনের এই অনুষ্ঠান দেখতে সমবেত হয়। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া এবং জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলী মওয়িনিই সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী হিসাবে অনুষ্ঠানে নাইজার, সুদান, নাইজেরিয়া, তানজানিয়া এবং আইভরি কোস্টের প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়।
তানজানিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ যেখানে প্রায় ৩৫ শতাংশ লোকের ধর্ম ইসলাম। মূল ভূখন্ডে মুসলিম স¤প্রদায়গুলো উপক‚লীয় অঞ্চলে রয়েছে, কিছু বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বিশেষ করে অভ্যন্তরীণ নগর অঞ্চলে এবং বিশেষত পূর্ববর্তী কাফেলা রুটের পাশাপাশি রয়েছে। জাঞ্জিবার দ্বীপপুঞ্জের ৯৯ শতাংশেরও বেশি জনসংখ্যা মুসলিম। সূত্র : ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।