Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাঞ্জানিয়ার বিশাল স্টেডিয়ামে কুরআন হিফজ প্রতিযোগিতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

তানজানিয়ার আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২১ দেশটির রাজধানী দারুস সালামে গত রোববার অনুষ্ঠিত হয়। আল-হিকমা এডকেশনাল ইনস্টিটিউট আফ্রিকার বিভিন্ন দেশের ২১ জন কুরআনের হাফেজের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করে বলে জানিয়েছে আল-বিলাদ ডটকম ওয়েবসাইট।
পুরো ফুটবল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করে বিপুল সংখ্যক লোক কুরআনের এই অনুষ্ঠান দেখতে সমবেত হয়। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া এবং জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলী মওয়িনিই সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী হিসাবে অনুষ্ঠানে নাইজার, সুদান, নাইজেরিয়া, তানজানিয়া এবং আইভরি কোস্টের প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়।
তানজানিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ যেখানে প্রায় ৩৫ শতাংশ লোকের ধর্ম ইসলাম। মূল ভূখন্ডে মুসলিম স¤প্রদায়গুলো উপক‚লীয় অঞ্চলে রয়েছে, কিছু বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বিশেষ করে অভ্যন্তরীণ নগর অঞ্চলে এবং বিশেষত পূর্ববর্তী কাফেলা রুটের পাশাপাশি রয়েছে। জাঞ্জিবার দ্বীপপুঞ্জের ৯৯ শতাংশেরও বেশি জনসংখ্যা মুসলিম। সূত্র : ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সী।



 

Show all comments
  • শওকত আকবর ২৮ এপ্রিল, ২০২১, ৮:০৭ এএম says : 0
    খুব ভালো খবর।আমার মনে হয় করোনা সংক্রামন তেমন নাই।আল্লাহ সহিসালামতে রাখুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন হিফজ প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ