গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।
তার হাসপাতালে যাতায়াতের সময় নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডামকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে হাসপাতালে নেওয়া হবে। সে অনুযায়ী পুলিশকে ব্যবস্থা নিতে আমরা চিঠি দিয়েছি। পরে খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ম্যাডামকে আজ হাসপাতালে নেওয়া হবে।
এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। আমরা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো করিয়ে নেব। জানা গেছে, আজও হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। গত ১৫ এপ্রিল রাতে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।