Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনায় ৩ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৫:১৮ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।
তাঁরা হলেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবহান (৭১) এবং নওগাঁর দিলরুবা বেগম (৬৫)। এরা তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত দুই সপ্তাহের হিসেবে বগুড়া গড়ে প্রতিদিন ১ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ জন।
মঙ্গলবার দুপুরে এতথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২৭৭টি নমুনা পরীক্ষা করে ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩১ জনের মধ্যে বগুড়া সদরের ২৭জন, গাবতলীর ২জন এবং ২জন শাজাহানপুরের বাসিন্দা।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগী ১১ হাজার ৭৫২জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৮জন। নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৯১ জনের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৮৪জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ