Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন সিলেটে আরোও ২ জন, আক্রান্ত ৯৪ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৪:৪৩ পিএম

গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের আক্রননে সিলেটে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন দাড়িয়েছে ৩৩৯ জনে। একই সময়ে আরো ৯৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বিভাগে। এদিকে, ওই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরো ১৩৮ জন রোগী।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন তথ্যানুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে ৯৪ জনের দেহে। এদের নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাড়িয়েছে ২০ হাজার ৪১৪ জনে। এর মধ্যে সিলেট ১৩ হাজার ৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৮ জন, হবিগঞ্জ ২ হাজার ৩৩৪ জন ও ২ হাজার ২৮৯ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৯৪ জন করোনা আক্রান্ত রোগীর ৫৪ জনই সিলেটের। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১৪ ও ৭ জন মৌলভীবাজারের। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ রোগীর শরীরে শনাক্ত হয়েছে করোনার উপস্থিতি। একইদিনে বিভাগে নতুন করে আরও ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে ১২৩ জন সিলেটের ও ১৫ মৌলভীবাজারের। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন। এরমধ্যে সিলেট ১২ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জ ১ হাজার ৭৭০ জন ও ২ হাজার ১১৫ জন মৌলভীবাজারে। এছাড়া বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন রোগী। মৃত সকলেই সিলেটের। এনিয়ে বিভাগে মৃতের মোট সংখ্যা ৩৩৯ জন। এর মধ্যে সিলেট ২৬৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং ২৭ জন মৌলভীবাজারের। এদিকে সিলেটের চার জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬৮ জন করোনা আক্রান্ত রোগী। এর ২৪৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। গত চব্বিশ ঘণ্টায় বিভাগের মধ্যে কেবল সিলেটের ৬২ জনকে নতুন করে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ