Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বরগুনায় করোনায় ২জনের মৃত্যু

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১০:৫৬ এএম

গত ২৪ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জন করোনা রোগী মারা গিয়েছেন। এরা হলেন বরগুনা সদও উপজেলা নলী এলাকার গৃহবধু নুপুর (২৫) ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান (৭০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে নলী এলাকার গৃহবধু নুপুর বরগুনা জেনালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হলে গভীর রাতেই মৃত্যুবরণ করেন। একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান কয়েকদিন পূর্বে করোনা পজিটিল নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এযাবত বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ২শ’ ১০জন। যার মধ্যে পুরুষ ৮’শ ৮৮জন এবং মহিলা ৩শ’ ২২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৫জন। মারা গেছেন ২৮জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৭জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ