Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে সাপের ছোবলে যুবকের মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৪৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মুরগির ফার্মে কাজ করার সময় লাভলু খন্দকার (৩০) নামের এক যুবকের সাপের ছোবলে মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার জামালহাটখুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খন্দকার মোতালেব মিয়ার ছেলে।

লাভলুর চাচাতো ভাই ও ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাবুল বলেন, লাভলু ২ হাজার সেটের একটি লেয়ার মুরগির ফার্ম করে। সোমবার সকালে ফার্মে মুরগিদের খাবার দিতে যায়। যাওয়ার সময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। এতে শরীরের যন্ত্রণা শুরু হয়।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আলমগীর মেডিকেল হলে নেওয়া হলে ময়মনসিংহ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাভলুর মৃত্যু হয়। লাভলু ১ সন্তানের জনক। এ ঘটনায় ওই এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ