Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নবাগত’ আলাভেসে হারলো বার্সা

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদের দুই দল রিয়াল ও আটলেটিকোর গোল উৎসবের দিনে ঘরের মাঠে নবাগত আলাভেসের কাছে হেরে গেছে লা লিগার শিরোপাধারী বার্সেলোনা। গেলপরশু রাতে ক্যাম্প ন্যু’য়ে চোটের জন্য এই ম্যাচে ছিলেন না গোলরক্ষক মার্কে-আন্দ্রে টের স্টেগান। অন্য তারকা ফুটবলারদের অনুপস্থিতিতে ব্রাজিলকে অলিম্পিক ফুটবলে স্বর্ণ এনে দেওয়া নেইমারের ওপরই ভরসা করেছিলেন এনরিকে। শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেস-আন্দ্রেস ইনিয়েস্তা, কিন্তু পয়েন্ট পাওয়া হয়নি লুইস এনরিকের শিষ্যদের। আলাভেসের ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন দেইভারসন ও ইবাই গোমেস। বার্সেলোনার একমাত্র গোলটি জেরেমি মাথিউয়ের।
আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলাভেস ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন এনরিকে। লিওনেল মেসি আর লুইস সুয়ারেসকে বেঞ্চে রেখে দল সাজান তিনি। ৩৯তম মিনিটে পিছিয়ে পড়া বার্সেলোনাকে বিরতির ঠিক পরে সমতায় ফেরান জেরেমি মাথিউ। বার্সেলোনা কোচ এর পর বদলি হিসেবে মাঠে নামান মেসি, সুয়ারেসকে। এতে আক্রমণের ধার বাড়ে এনরিকের দলের। তবে একটি প্রতি আক্রমণ থেকে ৬৫তম মিনিটে আলাভেসের জয়সূচক গোলটি করেন ইবাই গোমেস।
ম্যাচ শেষে এনরিকে ভুল করেছেন বলে স্বীকার করেন, ‘জয়ের বেলায় মূল খেলোয়াড়দের ব্যক্তি নৈপুণ্যের কথা বলা হয়, কিন্তু হারের ক্ষেত্রে শুধু কোচকে নিয়েই কথা হয়। হারের জন্য আমিই দায়ী। একটি হার আমাদের শিখতে ও ভাবতে তাগিদ দেয়, আমরা ভুল করেছিলাম, নিখুঁত ছিলাম না-তিনটি প্রচেষ্টা থেকে দুটি গোল করেছে তারা। খারাপ যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমিই। বেশিরভাগ পরিবর্তনই ছিল আমাদের চারপাশের পরিস্থিতির জন্য। আমার পুরো দলের ভেতর থেকে সেরাটা পেতে চেষ্টা করি আমি।’
এই হারে ৬ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। দিনের প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ (৫)। ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরার ম্যাচে ওসাসুনাকে ৫-২ গলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ (৯)। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। গোল পার্থক্যে বার্সেলোনাকে পেছনে ফেলে তিন নম্বরে আছে লাস পামাস। ২০০০ সালের পর ক্যাম্প ন্যু’য়ে লিগের ম্যাচে এই প্রথম স্বাগতিকদের হারানো আলাভেসের পয়েন্ট ৩ ম্যাচে ৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘নবাগত’ আলাভেসে হারলো বার্সা

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ