Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন টুকরো অবস্থায় সমুদ্র তলায় নাংগালা-৪০২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ইন্দোনেশিয়ায় নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনটি তিন টুকরো অবস্থায় বালি দ্বীপের সমুদ্রের তলায় পাওয়া গেছে। এতে থাকা ৫৩ নাবিকের সবাইকেই মৃত ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। মারা যাওয়া নাবিকদের স্বজনদের এরই মধ্যে সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি বলেন, “মর্মান্তিক এ ঘটনায় আমরা সব ইন্দোনেশীয়ই গভীর দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে সাবমেরিনের নাবিকদের পরিবারের সদস্যদের জানাচ্ছি গভীর সমবেদনা।” গত বুধবার ডুবে যাওয়া সাবমেরিনটির হদিস পাওয়া যায় সাগরের ৮৫০ মিটার গভীর তলদেশে। এটি তিন খন্ড হয়ে ভেঙে গেছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ এডমিরাল ইয়োদো মারগোনো। জাহাজের পাটাতন, সামনের অংশ এবং মূল অংশ সবকিছুই টুকরো হয়ে গেছে বলে জানান তিনি। সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী জাহাজ ব্যবহার করে ভাঙা সাবমেরিনের ছবি তুলে আনা হয় বলে জানানো হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি রোববার বলেছেন, “নাংগালা-৪০২ সাবমেরিনের টুকরোগুলো আমরা খুঁজে পেয়েছি এবং ছবিতে দেখা যাওয়া টুকরোগুলো এই সাবমেরিনের বলে নিশ্চিত করছি।” “এই প্রমাণের ভিত্তিতে আমি ঘোষণা দিয়ে জানাচ্ছি যে, নাংগালা সাবমেরিন ডুবে গেছে এবং এর সব নাবিকও মারা গেছে।” এর আগে শনিবার সাবমেরিনটি পুরোপুরি ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছিল সেনাবাহিনী। কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিন বুধবার বালি সাগরে এক সামরিক মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। সাবমেরিনটির ডুবে যাওয়ার কারণ এখনও পরিষ্কার জানা যায়নি। তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ এডমিরাল ইয়োদো মারগোনো বলছেন, মানুষের ত্রুটি নয় বরং প্রাকৃতিক বা পরিবেশগত কোনও কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাংগালা-৪০২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ