বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম পশ্চিম পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মা সুফিয়া বেগম (৫০) এর মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক নয়টা টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কালাই থানার শালগন এলাকা থেকে ছেলে উজ্জ্বল (৩৪)চৌধুরীকে আটক করে থানা পুলিশ, তবে ছেলের বউ পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় রবিবার রাত আনুমানিক ৯টায় পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে উজ্জ্বল উত্তেজিত হয়ে তার মা' সুপিয়া বেগমকে ইট দিয়ে সজোরে মাথায় আঘাত করলে কান দিয়ে রক্ত ঝরে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মৃত্যুবরণ করে।
জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান বলেন বম্বু ইউনিয়নের কোমর গ্রামে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে উজ্জ্বলকে আটক করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।