প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
৯৩ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনটি পুরস্কার জয় করে স্পষ্টতই এগিয়ে আছে ‘নোম্যাডল্যান্ড’। সেরা চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং সেরা পরিচালনা বিভাগে অস্কার পেয়েছে ফিল্মটি। বিংশ শতাব্দীর প্রথম ভাগে যক্তরাষ্ট্রে মহামন্দায় সর্বস্বান্ত হয়ে এক মার্কিন নারী (ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড) আমেরিকান ওয়েস্টে যাযাবর জীবনকে বেছে নেয়ার গল্প এটি । ছয়টি অস্কার মনোনয়ন পেয়েছিল ফিল্মটি। অন্যদিকে বায়োপিক ম্যাঙ্ক ১০টি মনোনয়ন পেয়ে একটি অস্কার করেছে।
‘দ্য ফাদার’ চলচ্চিত্রে আলজাইমারে স্মৃতিভ্রংশতার কারণে বাস্তবতা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো এক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করে অ্যান্থনি হপকিন্স শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পেয়েছেন। এটি তার দ্বিতীয় অস্কার।
‘নোম্যাডল্যান্ড ’-এ সব হারিয়ে যাযাবর জীবন বেছে নেয়া নারী ফার্নের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এটি তার চতুর্থ অস্কার। তিনি এমি, টোনি এবং বাফটা জয়ী, ‘ট্রিপল ক্রাউন অফ অ্যাক্টিং’ অর্জনকারী একজন।
ড্যানিয়েল কালুইয়া বায়ো-ড্রামা ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’তে ব্ল্যাক প্যান্থার পার্টির বামপন্থি নেতা ফ্রেড হ্যাম্পটনের ভূমিকায় অভিনয় করে প্রথমবারের মত অস্কার জয় করলেন পার্শ্ব অভিনেতা বিভাগে। একই চরিত্রের জন্য তিনি এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা এবং আরও দুটি প্রধান সম্মাননা অর্জন করেছেন।
‘মিনারি’তে কোরিয়া থেকে যক্তরাষ্ট্রের বিরূপ এক পরিবেশে আগত প্রোঢ়া সুন-জার ভূমিকায় অভিনয় করে প্রথমবারের মত অস্কার জয় করেছেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জো জু-ইউং
চিরাচরিত ২৪টির বদলে এবার ২৩ বিভাগে পুরস্কার দেয়া হয়। সাউন্ড সম্পাদনা এবং সাউন্ড মিক্সিংকে এক করে সেরা সাউন্ড বিভাগে অস্কর দেয়া হয়েছে।
১৫ মার্চ অস্কার মনোনয়ন ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। পুরো অনুষ্ঠানটি বিশ্বব্যাপী লাইভস্ট্রিম করা হয়। স্বাভাবিক সময়ের প্রায় দেড় মাস পর হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৬টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৪টা, ২৫ এপ্রিল) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয় লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন থেকে ডলবি থিয়েটারে। এবারও স্বাভাবিকভাবে মূল ঘোষক ছাড়াই অনুষ্ঠান হল। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব চলচ্চিত্র থিয়েটারে মুক্তি পাবার কথা ছিল তবে শেষ পর্যন্ত স্ট্রিমিং মাধ্যমে মুক্তি পেয়েছে সেগুলোও এবারের অস্কারে যোগ্য বলে বিবেচিত হয়েছে।
এবারের জিন হার্শল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে টাইলার পেরি এবং মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড।
এবিসি নেটওয়ার্ক ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।
যারা বা যে চলচ্চিত্র অস্কার পেয়েছে
সেরা চলচ্চিত্র : ‘নোম্যাডল্যান্ড’
শ্রেষ্ঠ পরিচালক : ক্লোয়ি ঝাও (‘নোম্যাডল্যান্ড’)।
শ্রেষ্ঠ অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (‘দ্য ফাদার’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (‘নোম্যাডল্যান্ড’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : ড্যানিয়েল কালুইয়া (‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : জো জু-ইউং (‘মিনারি’)।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘দ্য ফাদার’ (ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার, জেলারের নাটক অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘প্রমিসিং ইয়াং ওম্যান’ (এমারেল্ড ফেনেল)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘সোল’।
সিনেমাটোগ্রাফি : ‘ম্যাঙ্ক’ (এরিক মেসারস্মিট)।
কস্টিউম ডিজাইন : অ্যান রথ (‘মা রেইনি’জ ব্ল্যাক বটম’)।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘মাই অক্টোপাস টিচার’ (পিপা আর্লিক, ক্রেইগ ফস্টার এবং জেমস রিড)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘কোলেট’ (অ্যালিস ডোয়ার্ড এবং অ্যান্থনি জিয়াকিনো)।
চলচ্চিত্র সম্পাদনা : ‘সাউন্ড অফ মেটাল’ (মিকেল ই. জি. নিলসেন)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘অ্যানাদার রাউন্ড’ (ড্যানিশ, ডেনমার্ক, পরিচালক- টমাস ভিন্তিবের)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : সার্জিও লোপেজ-রিভেরা, মিয়া নিল এবং জ্যামিকা উইলসন (‘মা রেইনি’জ ব্ল্যাক বটম’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘সোল’ (ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস এবং জন বাটিস্টা)।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : ‘ফাইট ফর ইউ’ (চলচ্চিত্র- ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’; সুর ও কণ্ঠ- ড’মিল এবং হার, কথা- হার এবং টিয়ারা টমাস)
শিল্প নির্দেশনা : ‘ম্যাঙ্ক’ (ডনাল্ড গ্র্যায়াম বার্ট এবং জ্যান প্যাস্কেল)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স’ (ট্র্যাভর ফ্রি এবং ডেসমন্ড রো)।
সেরা সাউন্ড : হাইইমে বাকস্ট এবং অন্যরা (‘সাউন্ড অফ মেটাল’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘টেনেট’ (জিওম রশারন, গ্রেগ বাটলার এবং ডমিনিক টুহি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।