মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চলতি বছরে তাইওয়ানে এক বাস দুর্ঘটনায় মারা যান বাসচালকসহ ২৬ জন চীনা পর্যটক। পুলিশের গোটা ঘটনাটি তদন্ত করতে জানতে পারে ড্রাইভার নিজে আত্মহত্যা করার জন্য আগুন লাগিয়ে দেন গোটা বাসে। ওই আগুনেই মারা যান বাসের প্রত্যেক যাত্রী। গত জুলাই মাসে সু মিং নামে ওই চালক ২৫ জন চীনা পর্যটককে নিয়ে ওই বাসটি চালাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাস চালক নাকি আকণ্ঠ মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিলেন। কিছুক্ষণ পরই তিনি নাকি নিজের সিট বাসের থেকে বেরোবার দরজার সামনে মাটিতে গ্যাসোলিন ছড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এর ফলেই কিছু বুঝে ওঠার আগে ঘটে যায় এমন মর্মান্তিক নজিরহীন দুর্ঘটনাটি। ওই চালক যে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তার প্রমাণও এসেছে পুলিশের হাতে। দুর্ঘটনার আগের দিন ফোনের মাধ্যমে চালকের বাড়ির সঙ্গে কয়েকটি কথোপকথনের রেকর্ড ও একটি মেসেজ পুলিশের হাতে আসে। তা থেকেই তারা এই সিদ্ধান্তে আসেন। তবে ওই একদিন নয়, জানা গেছে, ওই চালক প্রতিদিনই মদের নেশায় বুঁদ হয়ে থাকতেন। এছাড়া অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকবার সু মিংয়ের নাম পুলিশের খাতায় উঠেছে বলেও জানা গেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।