মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার শহরগুলোতে লাউডস্পিকারে আজান দেওয়া হয় না। তবে করোনা মহামির প্রাদুর্ভাবের পর রমজান মাস উপলক্ষে গত বছর থেকে এডমন্টোন, ক্যালগরি ও মিসিসাগোসহ দেশটির কয়েকটি প্রদেশের মসজিদে লাউডস্পিকারে মাগরিবের আজান দেওয়া হয়।
রমজানে প্রত্যেক নামাজের সময় লাউডস্পিকারে আজান দেওয়া হয় না। বরং পবিত্র রমজান মাসে ইফতারের সময় মাগরিবের আজান দেওয়া হয়। তাই কানাডায় ইফতারের আজান রমজান মাসের অন্যতম ঐতিহ্যে পরিণত হতে যাচ্ছে। কানাডার মুসলিম এসোসিয়েশনের সদস্য মুনা খান জানান, তিনি তার মসজিদের আজান সব সময় স্পিকারে শুনতে পান। মনে মনেও তা জপতে থাকেন তিনি। কানাডায় মসজিদে আজানের শব্দ পেয়ে তিনি অত্যন্ত আনন্দবোধ করছেন।
রমজান মাসে মুসলিমরা পারষ্পরিক সাক্ষাত ও নানা ধরনের আয়োজন করে থাকে। তবে গত বছরের মতো করোনা মহামারির কারণে এবারও কোনো ইফতার সমাগম হচ্ছে না। ইফতার আয়োজন অনুষ্ঠিত না হলেও এ সময় মসজিদগুলোতে আজান শোনা যায়।
ইসলামিক স্কুলের সদস্য মুনা খান আরো বলেন, করোনা মহামারির কারণে রমজানের কর্মসূচি বাস্তাবায়ন করা না গেলেও ইফতার সময়ের আজান মুসলিমদের মনবলকে সুদৃঢ় করতে সহায়তা করবে। করোনাকালে লকডাউনের মধ্যে দ্বিতীয় রমজান উদযাপনের সময় সত্যিকার অর্থেই কানাডার মুসলিমদের লাউডস্পিকারে আজান শোনার প্রয়োজন ছিল বলে জানান মুসলিম এসোসিয়েশনের উপদেষ্টা ইয়াসিন চেটিন। আজানের মাধ্যমে মুসলিমদের মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি হয় বলে জানান তিনি। সূত্র : সিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।