Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশীয়-বংশোদ্ভ‚তদের রক্ষায় আইন করতে বাধ্য হলো মার্কিন সিনেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

আমেরিকায় এশীয়-বংশোদ্ভ‚ত নাগরিকদের ওপর হামলা ও ঘৃণাস‚চক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট একটি আইন পাস করতে বাধ্য হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সিনেটে ৯৪ সদস্যের ভোটে একটি বিল পাস হয় যাতে এশীয়-বংশোদ্ভ‚তদেরকে সহিংসতার হাত থেকে রক্ষা করতে বলা হয়েছে। মার্কিন সিনেটে ডেমোক্র্যাট দলীয় নেতা চাক শুমের দাবি করেছেন, “এই আইন পাস হওয়ার মাধ্যমে সিনেট এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো জাতি বা বর্ণের মানুষের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান আমেরিকায় নেই।” এই সিনিয়র মার্কিন সিনেটর আরো বলেন, “এই বিল পাসের মাধ্যমে আমেরিকার এশীয়-বংশোদ্ভ‚ত নাগরিকদের এই বার্তা দেয়া হয়েছে যে, তাদের সরকার তাদের প্রতি যতœশীল এবং তাদের উদ্বেগের স্থানটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।” আইনে পরিণত করার লক্ষ্যে বিলটিকে প্রতিনিধি পরিষদেও পাস করতে হবে। এই পরিষদের স্পিকার ন্যানসি পেলোসি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিলের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এশীয়-বংশোদ্ভ‚তদের ওপর হামলা বেড়েই চলেছে। সর্বশেষ গত ১৭ মার্চ নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় ঘৃণাস‚চক হামলার শিকার হন ২১ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভ‚ত নারী নাফিয়া ইকরাম। ১৭ মার্চ নিউ ইয়র্ক শহরে ঘৃণাস‚চক হামলার শিকার হন ২১ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভ‚ত নারী নাফিয়া ইকরাম। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ৩৬ বছর বয়সি এশীয় বংশোদ্ভ‚ত এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। এসব ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন সরকারের প্রতি আহŸান জানান এশীয় কমিউনিটির পক্ষে কাজ করা ব্যক্তিবর্গ। এশীয়-আমেরিকান ও এশীয় বংশোদ্ভ‚তদের ওপর হামলা শুধু নিউইয়র্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; স¤প্রতি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে এরিয়াসহ বেশ কিছু শহরে এশীয়-আমেরিকানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, গত বছর নিউ ইয়র্কে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের ঘটনা ঘটেছে ২৯টি। এর মধ্যে ২৪টি ছিল করোনা ভাইরাস-সংক্রান্ত কারণে উদ্ভ‚ত ঘৃণাস‚চক অপরাধ। ২০১৯ সালে শহরটিতে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের সংখ্যা ছিল তিন। নিউ ইয়র্ক টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ