Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির অবনতি ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু আক্রান্ত ১০৪

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১:৪৬ পিএম

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির আবার অবনতি ঘটল। রোববার দুপরের পুর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যুর সাথে ১০৪ জনের আক্রান্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত ৪ জনের তিনজনই নারী। আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৫, মৃত্যু হয়েছিল ২ জনের। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালীর গলাচিপার ৮০ বছর বয়স্ক ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা শহরের উকিলপাড়ার ৬৫ বছরের এক নারী স্থানীয় জেনারেল হাসপাতালে ও সদরের কানাইনগড়ের সম বয়সি আরেক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হসপাতালে এবং পিরোজপুরের ভান্ডারিয়ার ৪৫ বছর বয়স্কা অপর এক নারী উপজেলা হাসপাতালে মারা গেছেন। ফলে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ২৫০ জনে পৌছল। মৃত্যু হার এ অঞ্চলে আগের দিনের চেয়ে দশমিক ২ বেড়ে ১.৭৭%এ উন্নীত হল ।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল-এর আরটি পিসিআর ল্যাব সহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সর্বমোট ৪৭২ জনের নমুনা পরিক্ষায় ১০৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ৯৩ হাজার ২০৬ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ১৫৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের গড় হার ১৫.১৯%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৪৮ জন সহ সর্বমোট ১১ হাজার ৩৯৮ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার গড় হার ৮০.৭৮%।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন আক্রান্ত ১০৪ জনের মধ্যে ২৪ জনই বরিশাল জেলায়। যারমধ্যে করোনার হটস্পট মহানগরীতেই ১৮ জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৪৫ জনে উন্নীত হল। করোনা সংক্রমনে বরিশালে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যারমধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬০ জন।
পটুয়াখলীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ। জেলাটিতে গত ২৪ ঘন্টয় নতুন ১২ জন সহ মোট আক্রন্তের সংখ্যা ২ হাজার ৭৪ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ৪৯ জন।
চলতি মাস যুড়েই ভোলার পরিস্থিতি ক্রমবনতি অবহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে নতুন ৩৯ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৩। এসময়ে দুজন সহ এপর্যস্ত মৃত্যু হয়েছে ২১ জনের। বরিশাল মহানগরীর নিকট প্রতিবেশী ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জন সহ এপর্যন্ত মোট ১ হাজার ২১০ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিনাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলায় আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬। জেলাটিতে করোনা সংক্রমন পরিস্থিতি এখনো যথেষ্ঠ উদ্বেগজনক। ডায়রিয়ার অবস্থাও অবনতিশীল।
পিরোজপুরেও আগের ২৪ ঘন্টায় ৩ জনের স্থলে গত ২৪ ঘন্টায় ১২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন একজন। ফলে জেলাটিতে মোট করোনা সনাক্তের সংখ্যা ১ হাজার ৫৫০ জনের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। মাসাধীককাল পরে বরগুনাতে রোববারে কোন করোনা আক্রান্তের খবর ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ২০৩ জন আক্রান্তের মধ্যে ২২ জনের মৃত্যু ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ