Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত রেল সচিব সেলিম রেজা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১:১৩ পিএম

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) পরীক্ষা করা হলে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি রয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
রেল সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব বাসায় আছেন। সেলিম রেজা পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক

মো. সেলিম রেজা ২০২০ সালের ৫ মে সচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয়ে যোগ দেন। এই পদে যোগ দেওয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম (১৯৮৫) ব্যাচের কর্মকর্তা।
তিনি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে রংপুর জেলা প্রশাসনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র অ্যাসাইনমেন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করেন।
মো. সেলিম রেজা ১৯৬১ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ