বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নিশ্চিত করোনায়, অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রবিবার (২৫ এপ্রিল) ভোররাতে মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোবারক আলী (৮০) ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলির ছেলে ইউসুফ আলি (৬৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত মোবারক আলী জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ১৯ তারিখ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ রোববার ভোরে তিনি মারা যান।
একই রাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন ইউসুফ আলি। করোনা উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন গত ২২ তারিখে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হাসপাতালে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এই দুজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১০ জন। এরমধ্যে নিশ্চিত করোনায় আক্রান্ত ৪৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।