Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে একদিন ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৭১

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৮:২৪ এএম

চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১৭১ জন। রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি করোনা ল্যাবে ১৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭১ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৪১ জন এবং বাকি ৩০ জন বিভিন্ন উপজেলার। সনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১২ শতাংশ।
আগের দিন শনিবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান ৪ জন। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ২৭৯ জন। সনাক্তের হার ছিল ১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মারা গেছেন তাদের আট জন মহানগরীর এবং তিন জন উ জেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৭ জন। মোট করোনা আক্রান্ত ৪৮ হাজার ৮৮৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ