মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের আর সব দেশকে পেছনে ফেলে একদিনের সংক্রমণে প্রতিদিনই রেকর্ড হচ্ছে ভারতে। মারণরোগের হানায় দ্রুত চলছে মৃত্যুমিছিল। এহেন বিপদের সময় আজন্ম শত্রুতা ভুলে ভারতের জনগণের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, ‘ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে’।
পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও সীমান্তের ওপারের কোভিড-১৯ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘এ কঠিন সময়ে আমাদের প্রার্থনা ভারতের জনগণের সাথে রয়েছে। আল্লাহ সদয় হন এবং এই কঠিন সময়গুলো খুব শিগগিরই যেন শেষ হয়’। পাকিস্তানি নাগরিকরাও প্রতিবেশীদের পক্ষে সমাবেশ করেছেন এবং প্রধানমন্ত্রী ইমরানকে ভারতের পরিস্থিতি প্রশমিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে করাচিভিত্তিক মানবতাবাদী গোষ্ঠী ইধি ফাউন্ডেশন গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোভিড সঙ্কট নিরসনে ৫০টি অ্যাম্বুলেন্স ও পরিষেবা বহরের প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে। পরিষেবা দেয়ার জন্য ফাউন্ডেশন ভারতে প্রবেশের অনুমতি চায়, পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের প্রয়োজনীয় দিকনির্দেশনাও চায়। প্রখ্যাত সমাজসেবক আবদুল সাত্তার ইধির পুত্র এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইধির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা আপনার নির্দেশে উপদ্রুত যে কোনো জটিল ক্ষেত্রে বিনা দ্বিধায় আমাদের দলকে মোতায়েন করতে প্রস্তুত’।
এ চিঠিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর, পাকিস্তানের অনেকেই টুইটারে সাহায্যের প্রস্তাব দেন বা ভারতকে সহায়তার বিষয়ে লেখেন। পাকিস্তানে #ইন্ডিয়ানিডস অক্সিজেন এবং #ইন্ডিয়ান লাইভস ম্যাটার দুটি হ্যাশট্যাগও ভাইরাল হয়েছে। লাহোরভিত্তিক শান্তি ও সামাজিক কর্মী ডিয়েপ সাঈদা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘প্রতিবেশী দেশ হওয়ায় যে কোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো উভয়েরই কর্তব্য। কোনো মেডিকেল জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমাদের শত্রুতা ভুলে যাওয়া দরকার। ইধি ফাউন্ডেশন ছাড়াও আরো সংস্থা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে’।
সাংবাদিক ও কর্মী রাজা রুমী টুইট করেছেন, ‘চিন্তাভাবনা ও দোয়া ভারতের সাথে রয়েছে। হৃদয় বিদারক গল্প এবং ভিজ্যুয়াল। আশা করি শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে। ক্রমবর্ধমান কোভিডের মামলার বিষয়ে পাকিস্তান কী করতে পারে তা আমি নিশ্চিত নই, তবে যা সম্ভব তা রাজনৈতিক স্বার্থে প্রস্তাব দেওয়া উচিত’।
ইধি ফাউন্ডেশন ২০১৫ সালের ২৭ অক্টোবর পাকিস্তানে বহু বছর অবস্থানকালে প্রতিবন্ধী ও বধির ভারতীয় মেয়ে গীতার যত্ম নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত এক কোটি টাকা অনুদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
এদিকে, তাবড় তাবড় শক্তি ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগেই সবরকমভাবে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। সূত্র : টুইটার, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।