মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারীর থাবায় সবকিছুর সাথে বদলে গেছে রমজানের ইফতার সংস্কৃতি। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোর শহরেও বদলে গেছে ইফতারের আগের সেই বর্ণিল চিত্র। করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বাল্টিমোরের মুসলিমরা এবার ইফতারের সময় মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা সব গাড়িতে খাবারের বাক্স বিতরণ করছেন।
বাল্টিমোর শহরের ইসলামিক সোসাইটিতে খাবার বিতরণে এসে নারী স্বেচ্ছাসেবীদের প্রধান শায়েস্তা মুহাম্মাদ পরিচিতদের দেখতে পান। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেখতে পেয়ে তিনি বলেন, ‘পরিচিতদের সমুজ্জ্বল মুখগুলো দেখে খুবই আনন্দ অনুভব করি।’
মসজিদের সামনে সিগনালে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। মসজিদের পক্ষ থেকে গাড়ির যাত্রী ও চালকদের জন্য বাক্স করে ইফতারি বিতরণ করা হয়। বাড়িতে গিয়ে আপনজনদের সঙ্গে তারা ইফতার করতে পারবে।
গাড়িতে বসে ইফতার গ্রহণকারী আনাম ভাহোরা বলেন, ‘রমজান মাস আমাদেরকে পাপ বর্জন, স্রষ্টার সান্নিধ্য অর্জন ও আত্মার পবিত্রতার শিক্ষা দেয়। এছাড়াও রমজান আমাদেরকে ধৈর্য ও সংযম করতে বলে।’
যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মতো বাল্টিমোরেও করোনা সংক্রমণ রোধে রমজানের ইফতার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়াও শহরের বড় মসজিদের মুসল্লির সংখ্যাও সীমিত করা হয়।
মসজিদে যাতায়াতে বিধি-নিষেধ থাকলেও সামাজসেবামূলক বিভিন্ন কাজের সুযোগ মিলছে। ফলে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাত বন্ধ নেই। স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারীর কঠিন সময়েও পারষ্পরিক সহায়তায় এগিয়ে আসার প্রেরণা স্থানীয় মুসলিমদের অন্তরে অনুপ্রেরণা যোগায়। সূত্র : দ্য ইউনিয়ন ডেমোক্র্যাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।