Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে নতুন ১০ টেলিফিল্ম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী প্রচার করবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত। ঈদের দিন : টেলিফিল্ম ‘তোমার টানে’। রচনা সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। ঈদের ২য় দিন : টেলিফিল্ম ‘অপহরণ’ প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ। ঈদের ৩য় দিন : টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। রচনা সোহেল আরমান ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ। টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে বিকাল ০৪:৩০ মিনিটে। ঈদের ৪র্থ দিন : টেলিফিল্ম ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে। ঈদের ৫ম দিন : হুমায়ূন আহমেদের টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘কাফফারা’। রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে কানজিন কিশা, ইরেশ যাকের, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ। দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে। ঈদের ৬ষ্ঠ দিন : টেলিফিল্ম ‘কংকাল চোর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে বিকেল ২.৩০ টেলিফিল্ম । টেলিফিল্ম ‘চিরকাল’ প্রচার হবে দুপুর ০৪:৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যানেল আই


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ