Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার-তুরস্ক যৌথ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কাতারের চিফ অফ স্টাফ ঘনিম বিন শাহীন আল ঘনিম গত শুক্রবার কাতারের রাজধানী দোহায় তুর্কি প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্পের সভাপতির সাথে বৈঠকে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৈঠকে দু’দেশের মধ্যে সাধারণ আগ্রহের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও সংস্থার মধ্যে সহযোগিতার সম্ভাবনা এবং তাদের উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়। মার্চ মাসে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে, তারা ‘দু’দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতা চুক্তির অংশ হিসাবে তুরস্কের সাথে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি করেছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার-তুরস্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ