Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চামোলিতে হিমবাহ ভেঙে ভয়াবহ বিপর্যয়, নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চীনা সীমান্তের কাছে চামোলির নীতি উপত্যকাতে হিমবাহ ভেঙে পড়েছে। এই দুর্যোগের কোপে পড়েছে বর্ডার রোড অর্গনাইজেশনের একটি ক্যাম্প। সেনার তরফে জানা গেছে, ওই ক্যাম্প থেকে এখনো পর্যন্ত ৩৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে ৮টি লাশ। ন্যাশনাল ঋষিগঙ্গা নদীতে পানির উচ্চতা ২ ফুট বেড়ে গেছে বলে জানিয়েছে এনডিআরএফ। এর আগে ফেব্রুয়ারিতেই হিমবাহ ধসের ঘটনা ঘটে উত্তরাখন্ডে। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। সুমনার কাছে নীতি উপত্যকাটি ভারত-চীন সীমান্ত এলাকায় উত্তরাখন্ডের যোশী মঠের কাছে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। ১৯৬২-র ভারত-চীন যুদ্ধের পর নীতি উপত্যকা সিল করে দেয়া হয়েছিল। ভারতীয় সেনা জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টা নাগাদ হিমবাহ ধসে পড়েছে। নিখোঁজদের উদ্ধারে সেনা ও এনডিআরএফ তল্লাশি অভিযান চললেও ভারী বৃষ্টিপাত ও ধসের কারণে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। একাধিক জায়গায় ধস নামার কারণে ৪-৫টি অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে নীতি উপত্যকার ঘটনায় টুইট করেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমরা নীতি ভ্যালির সুমনা এলাকায় হিমবাহ ভাঙ্গার খবর পেয়েছি। আমি এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছি। আমি জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গনাইজেশনের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছি। তিনি আরো লেখেন, ‘জেলা প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সব তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি। এনটিপিসি এবং অন্য প্রকল্পে রাতের বেলা কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ ইতোমধ্যেই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘নীতি ভ্যালির সুমনায় হিমবাহে ধস নেমে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, ওই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ