Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এনভি রামানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৩:০৬ পিএম

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এনভি রামানা। দেশটির ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথ নিলেন। শনিবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের কাছে ভারতে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এর আগে প্রধান বিচারপতি এস এ বোবদে শুক্রবার (২৩ এপ্রিল) অবসরে যান।
বিচারপতি রামানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। আমরা সবাই এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণের শৃঙ্খলা ভাঙার জন্য কিছু কঠোর পদক্ষেপের প্রয়োজন নিতে হতে পারে। আমরা এই ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিচারপতি এস এ বোবদের সময়ে শীর্ষ আদালতে একজনও বিচারক নিযুক্ত করা হয়নি। ছয়টি পদ শুন্য আছে। শীর্ষ আদালতে ছয়টি শূন্যপদ পূরণ করা চ্যালেঞ্জের বলে মনে করছেন নতুন প্রধান বিচারপতি।
নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর নেওয়ার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাকে কারও নাম সুপারিশ করতে বলেন আইনমন্ত্রী। প্রধান বিচারপতি সুপারিশ করার পর সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী। এরপর রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এনভি রামানা, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে ১৯৫৭ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হয়েছিলেন ২০০০ সালের জুনে। তারপর কিছুদিন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও নিযুক্ত ছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে প্রবেশ করে, বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাতে যাচ্ছেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। নিয়ম অনুযায়ী তার মেয়াদকাল এক বছর চার মাস।
তার অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি



 

Show all comments
  • Dr. Syed Shibly Mahmood ২৪ এপ্রিল, ২০২১, ১০:৪৯ পিএম says : 0
    দেশ,জাতী,জনগণ যদি সুবিচার পান তবে তিনি মানব ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এবং বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন মা'বুদ মাওলার শাহী দরবারে পুরস্কৃত হবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনভি রামানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ