Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের নতুন ছবিতে মুখ্য ভূমিকায় ডাকোটা জনসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ৩:১৩ পিএম

নেটফ্লিক্সের নতুন ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে 'ফিফটি শেডস অফ গ্রে' ছবি খ্যাত অভিনেত্রী ডাকোটা জনসনকে। জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস 'পারসুয়েশন' এর উপর ভিত্তি করে লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবির পরিচালনা দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক ক্যারি ক্র্যাকনেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

'পারসুয়েশন' গল্প বলে এক বছর সাতাশের অবিবাহিত তরুণী অ্যানে এলিয়টের কথা। তার জীবন সংগ্রাম,পরিবার ও সর্বোপরি ভালোবাসার গল্পই বলবে এই ছবি। সাত বছরের পুরোনো প্রেমিকের সঙ্গে ঘটনাচক্রে ফের একবার দেখা হয়ে যায় অ্যানের। জীবন তাকে ফের একবার সুযোগ দেয় নিজের করা ত্রুটি-অন্যায় শুধরে নেওয়ার। অন্যদিকে, অ্যানের প্রাক্তন কি সব ভুলে ফের একবার অ্যানেকে ক্ষমা করতে পারবে? সব নিয়েই এগোবে 'পারসুয়েশন' এর গল্প।

'ফিফটি শেডস অফ গ্রে' ছবিতে ডাকোটা জনসনের রূপ ও অভিনয়ে বুঁদ হয়েছিল দর্শক। মুগ্ধ হয়েছিল ছবি সমালোচকের দলও। এবার নেটফ্লিক্সের নতুন ছবিতে মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস 'পারসুয়েশন' এর উপর ভিত্তি করে তৈরি হতে চলা এই ছবিতেই ডাকোটাকে দেখতে পাবে দর্শক। জানা গেছে, জেন অস্টিনের লেখা এই ওল্ড ক্লাসিককে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফেলে একটু নতুনভাবে চিত্রনাট্য লিখেছেন রন ব্যাস এবং অ্যালিস ভিক্টরিয়া উইন্সলো।

সূত্রের খবর, সিনেমার খাতিরে চিত্রনাট্যে সামান্য রদবদল হলেও এই বিখ্যাত উপন্যাসের চিরন্তন ক্ল্যাসিকের আমেজ থেকে তা দূরে সরে যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ