নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর খ্যাত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার খেলবে ১০টি দল। যদিও এখন পর্যন্ত আটটি ক্লাবের অংশগ্রহণ চ‚ড়ান্ত হয়েছে। এগুলো হলোÑমতিঝিল টিএন্ডটি ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ এসি, কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। তবে আরও দু’টি দলকে বিবেচনায় রাখা হয়েছে। যারা পরবর্তীতে শর্তসমূহ যাচাই-বাছাই সাপেক্ষে খেলতে পারবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, সদ্য সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সেরার খেতাব জেতা বাংলাদেশ কিশোরী দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। আর তা আগামী ১৬ সেপ্টেম্বর কৃষ্ণ, মারিয়া, সানজিদা, স্বপ্নাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে। এছাড়া বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাশ রূপু ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।