Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন হ্রাস পেলেও স্থায়ীত্ব নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ চিকিৎসকগন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১:২১ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দুই অংকে নেমে এলেও তা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞ চিকিৎসকগন। করোনালকডাউনের তৃতীয় দফায়ও দক্ষিনাঞ্চল যুড়ে তা না মানার প্রবনতা প্রবল। স্বাস্থ্যবিধি অনুসরনের বিষয়ে বেশীরভাগ মানুষের মধ্যেই চরম উদাশীনতা কাজ করছে। এখনো করোনার হটস্পট বরিশাল মহানগরীতে স্বাস্থ্য বিধি অনুসরনে নগর প্রশাসনের তেমন কোন কর্মতৎপড়তা লক্ষ্যনীয় নয়। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে ৭৬ জনের করোনা সংক্রমনের কথা বলা হয়েছে। যা আগের দিনের ১৪৯-এর প্রায় অর্ধেক। তবে গত ৪ দিন দক্ষিনাঞ্চলে কোভিড-১৯’এর কোন রোগী মৃত্যু নেই। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে মৃত্যুহার ১.৭৪%।
ফলে চলতি মাসের প্রথম ২৩ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট করোনা সংক্রমনের সংখ্যা দাড়াল ২ হাজার ৬৬৬ জনে। এসময়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। তবে পূর্ববর্তি ৩ মাসে অক্রান্তের সংখ্যা ছিল ৯৬০। মৃত্যু হয়েছিল ১৫ জনের। আর গত বছর মার্চ থেকে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় ৯২ হাজার ৫২২ জনের নমুনা পরিক্ষায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ৯৮৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে জানা গেছে। সনাক্তের হার ১৫.১২%।
গত ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভেলা জেনারেল হাসপাতাল’এর আরটি-পিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাÑউপজেলাতে ৫৪৪ জনের নমুনা পরিক্ষায় ৭৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এসময়ে নতুন ৪৫ জন সহ এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৭ জন। সুস্থতার হার ৮০.৮৫ %।
তবে শুক্রবার দুপুরের পূর্ববতি ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বরিশালেই ৩০ জন। যারমধ্যে মহানগরীতে সংখ্যাটা ২৪। পূর্ববর্তি ২৪ ঘন্টায় মহানগরীতে ৬০ জন সহ জেলায় আক্রান্ত ছিল ৬৮। ফলে বরিশাল জেলায় মোট আক্রন্তের সংখ্যাটা ৬ হাজার ৩৯৮ জনে পৌছল। মৃত্যু হয়েছে ১০৪ জনের। গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল বরগুনাতে, ১৩ জন। যা আগের দিনের চেয়ে ২ জন বেশী এবং গত এক সপ্তাহের সর্বোচ্চ। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১ হাজার ১১২ জনের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। ভোলাতে আগের দিনের ১৪ জনের স্থলে ১০ জনের করোনা সংক্রমনের কথা বলা হয়েছে শুক্রবার। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৬১৪ জন আক্রান্তের মধ্যে ১৮ জনের মৃত্যু ঘটেছে।
বরিশাল মহানগরীর পাশর্^বর্তি ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১০ জনের আক্রান্তের কথা বলা হয়েছে। সংখ্যাটা আগের দিন ছিল ২২। ৪ উপজেলার এ জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ১৮৭ জন আক্রান্তের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৯৪%। পটুয়াখালীতে পর পর দু দিনই ৮ জন করে আক্রান্তের ফলে জেলাটিত এপর্যন্ত মোট সংখ্যাটা দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৫০ জনে উন্নীত হয়েছে। এ জেলায় মারা গেছেন ৪৮ জন। এ জেলায় মৃত্যুহার দক্ষিনাঞ্চলের সর্বোচ্চ ২.৩৪%। পিরোজপুরে শুক্রবার আক্রান্তের সংখ্যা আগের দিনের ২৬ থেকে ৫ জনের হ্রাস পেয়ছে। ফলে জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৫৩৫ জনে। মারা গেছেন ২৯ জন। মৃত্যুহার বিভাগের তৃতীয় সর্বোচ্চ ১.৮৯%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ