Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু আরোও ২জন, ২৪ ঘন্টায় সনাক্ত ১২৪

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৭ পিএম

মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন সিলেট বিভাগে আরও ২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২৪ জন দেহে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এরমধ্যে ৯০ জনই সিলেটের বাসিন্দা। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। আজ শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ১২৪ জনের দেহে। এর মধ্যে সিলেট ৯০ , সুনামগঞ্জে ৪ , মৌলভীবাজারে ৯, হবিগঞ্জে ১ জন, ওসমানী মেডিক্যাল ল্যাবে করোনা সনাক্ত হয়েছে আরও ২০ জনের শরীরে। নতুন এই ১২৪ জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০ হাজার ৭২ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮২১ জন, এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে সিলেটের ১৫৭ জন, মৌলভীবাজারের ২৩ জন, সুনামগঞ্জে ৮ জন। এ নিয়ে সুস্থদের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সিলেট ১১ হাজার ৬৯৮জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন সিলেট হাসপাতালে। এনিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এরমধ্যে সিলেট ২৭৪ , সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ১৩, মৌলভীবাজারে ৪ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় মৃত ২ জনের বাড়ি সিলেটে। এরমধ্যে দিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩২১ জনে। ৩২১ জনের মধ্যে সিলেট ২৫১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও ২৬ জন রয়েছেন মৌলভীবাজারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ