Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মুক্ত হলেন চিত্রনায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১০:০৪ এএম

করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ সুস্থ হয়েছেন। ২১ দিন পর তিনি করোনা থেকে মুক্ত হলেন। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন রিয়াজ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ্‌। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। ’

তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তিনা (স্ত্রী), গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম। ’

এছাড়া সকল করোনা আক্রান্ত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। একই সঙ্গে স্বজনহারা পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রিয়াজ করোনা আক্রান্ত হন। এরপর থেকে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।নির্দিষ্ট সময়ের পর তিনি আবারও করোনা টেস্ট করান। কিন্ত সে রিপোর্টে পজেটিভ রিপোর্ট আসে তার।

প্রসঙ্গত, রিয়াজ বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে অভিনয় করছেন। এপ্রিলের শুরুতে তার মুম্বাই যাওয়ার কথা ছিল এ সিনেমার শুটিং করতে। তার আগে নিয়মমাফিক করোনা টেস্ট করাতে গেলে গত ২ এপ্রিল ফলাফল আসে, করোনা পজিটিভ। তারপর থেকে নিজ বাসাতেই আইসোলেটেড থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রিয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ