নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই কোনো ম্যাচকে ঘিরে এমন উত্তেজনার সৃষ্টি আর কখনো হয়েছি কি! একেই ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ, তার ওপর দুই দলের ডাগআউটে সময়ের সেরা কোচদের দু’জন হোসে মরিনহো ও পেপ গার্দিওলা। স্পেনে দুই কোচের ‘লড়াই’য়ের পর ইংল্যান্ডে দু’জনের প্রথম সাক্ষাৎ। এই ম্যাচ তো রেফারির বাঁশি বাজার আগেই জমে ওঠার কথা। ম্যাচটা জমল রেফারির বাঁশির পরও। পুরো ৯০ মিনিটজুড়ে চলল আক্রমণ-প্রতি আক্রমণের প্রদর্শনী। কয়েক মিনিট ইউনাইটেডের দাপট, তো তারপর কিছুক্ষণ সিটির। তাতে শেষ পর্যন্ত হাসি ধরা থাকল গার্দিওলার মুখেই। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দ্বৈরথে মরিনহোর ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিল তাঁর সিটি। চার ম্যাচে এটি তাদের টানা চতুর্থ জয়। অন্য দিকে লিগে এ মৌসুমে প্রথম হারের স্বাদ পেল ইউনাইটেড।
গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের শুরু থেকেই চেপে ধরে সিটি। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের।
পঞ্চদশ মিনিটেই এগিয়ে যায় আক্রমণের মন্ত্র নিয়ে মাঠে নামা সিটি। কেলেচি লিহেনাচোর ফ্লিকে বল পান কেভিন ডি ব্রুইন। ডালে বিøন্ড বাধা দিতে না পারায় ঠাÐা মাথায় সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।
৩৬তম মিনিটে ডি ব্রæইনের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরলে বল জালে পাঠান লিহেনাচো।
প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া গোলরক্ষক ক্লদিও ব্রাভোর ভুলে ব্যবধান কমান ইউনাইটেডের জলাতান ইব্রাহিমোভিচ। বার্সেলোনা থেকে আসা চিলির গোলরক্ষক ব্রাভো একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে সুইডিশ এই স্ট্রাইকারের পায়ে বল তুলে দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ব্যাকপাস পেয়ে আবার তালগোল পাকান ব্রাভো। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ছুটে আসেন ইউনাইটেড ফরোয়ার্ড ওয়েইন রুনি। তবে এবার কোনোমতে দলকে বিপদমুক্ত করেন ব্রাভো।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে ৭৪তম মিনিটে অল্পের জন্য ব্যবধান বাড়াতে পারেনি সিটি। ডি ব্রæইনের শট ইউনাইটেডের গোলরক্ষক ডি গিয়াকে পরাস্ত করলেও বল পোস্টে লাগে। গতিময় ফুটবলে শেষের দিকে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।