বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালবৈশাখী ঝড়ে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়।
ঝড়ে ফরিদগঞ্জ ওয়াপদা এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলের বিগ্ন ঘটে। দ্রুত জনগণের চলাচলের রাস্তা সচল করতে স্থানীয় কমিশনার পল্লী বিদ্যুতের লোকবল ও এলাকাবাসীসহ গাছ এবং বিদ্যুতের খুঁটি অপসারণ করেন।
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলী হায়দার পাঠান টিপু জানায়, কালবৈশাখী ঝড়ে ফরিদগঞ্জ বাজারের ওয়াপদা মাঠ সংলগ্ন গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়া ছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ঝড়ের তান্ডবে গাছপালা, বিদ্যুতের খুঁটি ছাড়াও ফসিল জমির পাকা ধানসহ ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।