বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউন থাকলেও নোয়াখালীতে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে যানবাহনের সংখ্যা। বিভিন্ন হাট বাজার, অলিগলি ও সড়কে বেড়েছে মানুষের আনাগোনা। বেশির ভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। এক অটোরিকশায় গাদাগাদি করে যাতায়াত করছে। এদিকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পুলিশ। জরিমানাও করা হয়েছে অনেক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে।
বৃহস্পতিবার এমন চিত্র দেখা গেছে জেলার বিভিন্ন স্থানে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগনকে স্বাস্থ্যবিধি মানতে বুধবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১০টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫টি মামলায় ৫৮হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।