বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার জেলায় দুস্থ- অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেয়া হয়।
ইতোমধ্যে প্রাপ্ত অর্থ কক্সবাজার পৌরসভা-উপজেলায় পর্যায়ে বিতরণ কারর জন্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান।
তিনি আরো জানান, পবিত্র রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় ১,৭৪,৭২৭ টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৭,৮৬,২৭,১৫০ টাকা এবং মানবিক সহায়তা বাবদ সর্বমোট ১,৮৫,০০,০০০ টাকা উপ-বরাদ্দ প্রদান করা হয়।
করোনা সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে পৌর মেয়রগণ ও ইউএনওদেরকে এই বরাদ্দের অর্থ বিতরণের কথা বলা হয়েছে।
তবে সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিতরণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।