Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে -বি. চৌধুরী

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টঙ্গীর একটি শিল্প কারখানায় বয়লার বিস্ফোরণে অনেক মানুষের হতাহতের ঘটনায় বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।
বি. চৌধুরী গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, ঈদুল আযহার প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার সংবাদ জেনে আমি দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে হতাহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে বলেন, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে -বি. চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ