বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ লেকপাড়ে স্থাপিত ল্যাম্পপোস্ট ভাঙার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন বর্মণ বিরাজ অনির্বাণ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হামলাকারী সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে বিরাজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতে বিরাজের ডানহাতের অনামিকা আঙ্গুলের হাড় ভেঙে ছিটকে পড়ে। ফলে আঙুলটি কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন।কটিয়াদী সরকারি কলেজ লেকপাড়ে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত বিরাজ বর্মণ পৌরসভার পূর্বপাড়ার আওয়ামী লীগ নেতা দুলাল বর্মণ ও আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক দীপা বর্মণের পুত্র। আহত বিরাজ বর্মণের মা প্রভাষক দীপা বর্মণ জানান, সরকারি ল্যাম্পপোস্ট ভাঙার প্রতিবাদ করায় বখাটেরা আমার ছেলের উপর হামলা চালিয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিরাজের ডান হাতের অনামিকা আঙ্গুল কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন ডাক্তার। আহত বিরাজ অর্নিবাণ জানায় হিমেল, রাসেল, বাবু, রুবেল, উজ্জ্বল, মেহেদী, তানভীর, ফাহিম ও সাজ্জাদ ও তাদের দোসররা তার উপর হামলা চালিয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।