গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : আসন্ন ঈদুল আজহার দিন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ ও বর্জ্য অপসারণ বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক মতবিনিময় সভা গতকাল সকালে নগর ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদ উল আয্হার দিন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহকরণের জন্য নগরবাসীকে উৎসাহিত করা ও দ্রæততম সময়ে বর্জ্য অপসারণে করণীয় বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে বিগত দিনে যেভাবে কাজ করে আমরা সফলতা অর্জন করেছি চলতি বছরেও একইভাবে মহানগরীকে পরিচ্ছন্ন করে সেই অর্জন ধরে রাখতে চাই। পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সচেতনতার সাথে দায়িত্ব পালন করে থাকেন। সেই দায়িত্বশীলতা নিয়েই কাজ করবেন। এটাই আমার প্রত্যাশা। পরিচ্ছন্ন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের মধ্যেই মহানগরীকে পরিচ্ছন্ন করতে আমরা ওয়াদাবদ্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।