Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২০জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ৮:৪৬ এএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭০ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৫১টি (এর মধ্যে ৪৪টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৬৫টি, মেহেরপুর জেলার ২১টি, চুয়াডাঙ্গা জেলার ২৮টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪৯টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২০ টি, মেহেরপুর জেলার ০২ টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি এবং ঝিনাইদহ জেলার ০৯ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ২০ জন ব্যক্তির মধ্যে ১৪ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৫০৩জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪১৪৬জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ