মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আবারও বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অপমান করার কোনও অভিপ্রায় তার ছিলো না। তবে এর কিছুক্ষণ পরই তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বোকা বলে মন্তব্য করেন। গত শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরকালে ফিলিপাইনের নাগরিকদের এক সমাবেশে বক্তব্য রাখেন রডরিগো দুতার্তে। এ সময় তিনি বলেন, তিনি ফিলিপিনো ভাষায় যা বলেছেন সেটার মানে মা তুলে গালি দেওয়া নয়। তারপরও তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন সেটা বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলেননি। বরং মার্কিন পররাষ্ট্র দফতরকে উদ্দেশ্য করেই তিনি এটা বলেছিলেন। রডরিগো দুতার্তে বলেন, তিনি ওবামার সঙ্গে সাক্ষাতের সময় তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এর কিছুক্ষণ পরই জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসেন ফিলিপাইনের এ বন্দুকভক্ত প্রেসিডেন্ট। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।