Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ৪০০ নতুন মার্কিন সৈন্য মোতায়েন

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মসুল শহরের উত্তরাংশ দখলমুক্ত করার উদ্দেশ্যে ইরাকে নতুন করে চারশ মার্কিন সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে সম্মিলিতভাবে মসুল দখল করার জন্য লড়াই করবে। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্ণেল জন ডররিয়ান জানান, গত এক সপ্তাহে ইরাকে মার্কিন বাহিনীর সংখ্যা চার হাজার থেকে বৃদ্ধি পেয়ে চার হাজার চারশ ৬০ জন হয়েছে। তিনি আরও জানান, বাগদাদ থেকে চারশ কিলোমিটার (আড়াইশ মাইল) দূরে অবস্থিত মসুলে প্রায় তিন থেকে সাড়ে চার হাজার আইএস জঙ্গি অবস্থান করছে। তিনি আরও বলেন, তাদের মধ্যে কয়জন প্রশিক্ষিত জঙ্গি সে ব্যাপারে তাদের কাছে কোন প্রকার তথ্য নেই। তবে ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন বাহিনী কি ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে কোন কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি। লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল’কে জানান, আগামী এক মাসের মধ্যেই আইএসের বিরুদ্ধে মসুলে অভিযান পরিচালনা করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে ৪০০ নতুন মার্কিন সৈন্য মোতায়েন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ