বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১জন। নতুন করে আরও ৭০জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ১৫দশমিক ৭০শতাংশ।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, নতুন করে ৭০জন আক্রান্তসহ জেলায় মোট আক্রান্তে সংখ্যা ৭হাজার ৩১জন। যারমধ্যে সুস্থ্য হয়েছেন ৫হাজার ৬০৯জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৫, সুবর্ণচরে ৩, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ২৬, সোনাইমুড়ীতে ৯, সেনবাগে ২, চাটখিল, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে একজন করে রোগী রয়েছে। গত ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪৬টি। শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ২৫জন রোগী ভর্তি ও আইসোলেশনে আছেন আরও ১৪জন।
সিভিল সার্জন আরও জানান, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৬০ বেডের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও ২১টি অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন তৈরি করে রোগীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে ৭টি। যার মাধ্যমে হাসপাতালে ভর্তি রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।