Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্পকে থামাতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতার অনুদান

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারেন, সে জন্য ফেসবুকের এক সহপ্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটনের প্রচারশিবিরকে ২ কোটি ডলার দান করবেন বলে ঘোষণা দিয়েছেন। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিস এবং তার স্ত্রী কারি টুনা বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার দল ‘আতঙ্ক ও শত্রুতা’-কে ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তারা লিখেছেন, ‘ট্রাম্প যদি জয়ী হন, তবে দেশ পেছনে পড়ে যাবে, বিশ্বসম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে যুক্তরাষ্ট্র। তারা মিডিয়াম ডটকমে লেখেন, এর বিপরীতে ডেমোক্রেটিক পার্টি যে লক্ষ্য আমাদের সামনে দাঁড় করাচ্ছে, তা অনেক আশাবাদী, প্রায়োগিক, সর্বজনীন ও সমঝোতামূলক। মস্কোভিস ও টুনা আরো জানিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির প্রচারকাজে অনুদান দেবেন, সেই সঙ্গে দলীয় কমিটিকেও অনুদান দেবেন- যাতে প্রতিনিধি পরিষদে এবং সিনেটে ডেমোক্রেটরা বিজয়ী হতে পারেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মস্কোভিস ছিলেন মার্ক জাকারবার্গের রুমমেট। ফেসবুক প্রতিষ্ঠা করে তারা তরুণ কোটিপতির কাতারে চলে আসেন। ফেসবুকের প্রতিষ্ঠাতাদের কেউ এর আগে রাজনৈতিক খাতে অনুদান না দিলেও এবার মস্কোভিস ও তার স্ত্রী ডেমোক্রেটিক পার্টিকে অনুদান দিচ্ছেন। তাদের উদ্দেশ্য ট্রাম্পকে থামানো। ইউএস টুডে অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পকে থামাতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতার অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ