Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো একজনের মৃত্যু আক্রান্ত ১২৯

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১:১৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সংখ্যা আগের দিনের তুলনায় ৩৭ হ্রাস পেলেও আরো একজনের মৃত্যুর সাথে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এখনো এ অঞ্চলের ৬টি জেলার মধ্যে পাঁচটির অবস্থা ঝুকিপূর্ণ। বরিশাল মহানগরী ছাড়াও পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুরে আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য বিভাগকে স্বস্তি দিচ্ছে না। গত ২৪ ঘন্টায় পটুাখালীর দুমকিতে একজনের মৃত্যুর ফলে দক্ষিণাঞ্চলে মোট সংখ্যাটা ২৪৮ জনে উন্নীত হল। মৃত্যুহার ১.৭৯%। গত বছর ১৮ মার্চ এ দুমকীতেই দক্ষিণাঞ্চলের প্রথম কেভিড-১৯ রোগী সনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। আর মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন ১২৯ জন সহ এ অঞ্চলে সরকারী হিসেবে মোট আক্রান্তের সংখ্যাটা দড়িয়েছে ১৩ হাজার ৫০৩ জনে। গত সোমবারে একজনের মৃত্যু সহ আক্রান্তের সংখ্যা ছিল ১৬৬। এরফলে চলতি মাসের প্রথম কুড়ি দিনেই দক্ষিণাঞ্চলে ৩৩ জনের মৃত্যুর সাথে ২ হাজার ৩০৫ জনের আক্রান্তের কথা বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৬৮ জন সহ এ পর্যন্ত ১১ হাজার ৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ্যতার হার প্রায় ৮১.৮২%। এসময়ে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের আর-টি পিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলে প্রায় সাড়ে ৪শ জনের নমুনা পরিক্ষায় ১৫০ জনের মত করোনা পজিটিভ সনাক্ত হয়। দক্ষিণাঞ্চলে গত এক বছরে প্রায় ৯১ হাজার ১৭০ করোনা সন্দেহভাজনের নমুনা পরিক্ষায় ১৩ হাজার ৬৩২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের গড়হার দাড়িয়েছে প্রায় ১৪.৯৫%-এ।
বরিশালে গত ২৪ ঘন্টায় ৪৯ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২১০ জনে উন্নীত হয়েছে। এসময়ে করোনার হটস্পট বরিশাল মহানগরীতে আক্রান্ত প্রায় ৪০। জেলায় এ পর্যন্ত মৃত ১০৪ জনের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা প্রায় ৬০। আক্রান্তের সংখ্যও সাড়ে ৫ হাজারের কাছে।
ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ২৯ জন আক্রান্তর ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ১ হাজার ৫৭৪ জনে। মারা গেছেন ১৮ জন। আগের ২৪ ঘন্টায় এ দ্বীপজেলায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪। পটুয়খালীতে গত ২৪ ঘন্টায় ১২ জন আক্রন্তের সাথে একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জনে উন্নীত হবার সাথে আক্রান্ত ২ হাজার ২৯ জন। আগের ২৪ ঘন্টায় এ জেলায় ১১ জন কোভিড রোগী সনাক্ত হয়েছিল।
বরিশাল মহানগরীর পাশের ছোট জেলা ঝালকাঠীতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৮ থেকে গত ২৪ ঘন্টায় ১২তে হ্রাস পেলেও জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১ হাজার ১৪৬ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু ঘটেছে। বরগুনাতে কোরোনা রোগীর সংখ্যা আগের দিনের ৫ থেকে ৮ জনে উন্নীত হবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে। মারা গেছেন ২২ জন।
করোনার দ্বিতীয়ঢেউ মোকাবেলায় ২য় দফার লকডাউনের ৭ম দিনে দক্ষিণাঞ্চলে আরো কিছুটা ঢিলেঢালা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বরিশাল মহনগরী সহ দক্ষিণাঞ্চলের শহরগুলোতে জনসমাগম সহ যানবাহনের সংখ্যাও ক্রমশ বাড়ছে। বরিশাল মহানগরীর পথ খাবার সহ পথের ধারের চায়ের দোকানগুলোতে পর্দার অন্তরালে আড্ডাবাজিতে ফিরে আসছে কিশোর সহ সব বয়সি মানুষেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ