মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘পরামর্শ’ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ‘ইসলামিক সন্ত্রাসবাদের’ হাত থেকে আমেরিকাকে নিরাপদে রাখতে হলে তার শাসনামলের মতো নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে।
স্থানীয় সময় সোমবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, ‘ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে যদি দেশকে নিরাপদে রাখতে হয়, তাহলে নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা উচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে যারা আসতে চায়, তাদেরকে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করা এবং অভিবাসন ইস্যুতে আমার মতো সফল ভাবে বিধিনিষেধও জারি রাখা উচিত।’
চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। সেদিন হোয়াইট হাউস থেকে বিদায় নেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় কয়েকটি মুসলিম দেশের ওপর ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।
তবে প্রেসিডেন্ট পদে সাবেক হয়েও যেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ‘চিন্তায় ঘুম আসছে না’ ট্রাম্পের। আর তাই তো নিজে থেকে প্রেসিডেন্ট বাইডেনকে উপদেশ দেওয়ার মাঝে শান্তি খুঁজছেন তিনি।
বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সন্ত্রাসীরা সারা বিশ্বে কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা নতুন সদস্য নিয়োগের কাজ করছে অনলাইনের মাধ্যমে।’
ট্রাম্পের দাবি, ‘এ কারণে চরমপন্থা ও সন্ত্রাসবাদ থেকে দেশকে বাঁচাতে আমাদের স্মার্ট নীতি থাকতে হবে, যেন অনেক বেশি সংখ্যক অভিবাসীদের জায়গা দিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ট্রাম্প পূর্ববর্তী শাসকরা যে ভুল করেছে; সেটা যেন পুনরায় না ঘটে।’
সূত্র: পিটিআই
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।