Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানকর্মীদের অনিশ্চয়তায় ফেলে যাবে না জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

দুই দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক সামরিক মিশনের ইতি ঘটলেও আফগানকর্মীদের হতাশায় ফেলে যাবে না জার্মানি। রোববার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবৌয়ার এমন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমরা যখন এখান থেকে সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করে নিচ্ছি, তখন এসব কর্মীদের সুরক্ষা না দিয়ে অনিশ্চয়তায় ফেলে যাওয়া ঠিক হবে না। আগামী ১১ সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে প্রায় ১০ হাজার বিদেশি সেনাকে প্রত্যাহার নেয়া হবে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটো এমন ঘোষণা দিয়েছে। দেশটিতে জার্মানির প্রায় এক হাজার ১০০ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পরেই যেটা দ্বিতীয় বৃহৎ সেনাদল। ৩০০ আফগান নাগরিককে অনুবাদক ও অন্যান্য কাজে হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান বাহিনী। ২০১৩ সাল থেকে বিদেশি বাহিনীর সঙ্গে কাজ করায় ঝুঁকিতে থাকা ৮০০ আফগান নাগরিক ও তাদের পরিবারের আড়াই হাজার সদস্যকে জার্মানিতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। বিদেশি সেনাদের প্রত্যাহারের ঘটনায় আফগানিস্তানে আবারও পূর্ণ্যোদ্যমে গৃহযুদ্ধ লেগে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানকর্মী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ