Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিভাগের ১০ জেলার মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনাতে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৬ পিএম

খুলনা বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫২২। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খুলনাকে করোনার জন্য ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে আগেই চিহ্নিত করেছেন। এখন খুলনা পরিণত হয়েছে করোনার 'ডেড জোনে'।

সূত্র জানায়, ২০২০ সালের ১০ মার্চ থেকে খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫২২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩৩ জন। সবচেয়ে কম মৃত্যু মেহেরপুরে। ঐ জেলায় এ পর্যন্ত মারা গেছে ১৭ জন। এছাড়া মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া ১শ’ জন। পর্যায়ক্রমে যশোর ৬৮, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গা ৪৮, সাতক্ষীরা ৩৭, বাগেরহাট ৩০, মাগুরা ২২ ও নড়াইল ২১ ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৯শ’ ৯০ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ২৬ হাজার ২শ’ ৮১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৫৭২ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ