Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ

এরদোগানের কোরআন তেলাওয়াতের ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তিনি। ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন। পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন। ইফতার শেষে পরিবারটির সদস্যদের সাথে চা পান করতে করতে তাদের সাথে আলাপ করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় পরিবারটির তিন শিশুকে শিক্ষা সহায়ক ট্যাবলেট কম্পিউটার উপহার দেন তিনি। অপরদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান দেশটির সাবেক প্রেেিডন্ট তুরগুত ওজালের ২৮তম মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তেলাওয়াতের ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার ইস্তাম্বুল নগরীর টোপকাপি এলাকায় সাবেক প্রেেিডন্টের মৃত্যুবার্ষিকী পালিত হয়। ওজালের সমাধির সামনে নীরবতা পালনের মাধ্যমে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরদোগান তুরগুত ওজালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি পবিত্র কোরআনের ৮১ নম্বর সূরা আল-ইনফিতার সুললিত কণ্ঠে পাঠ করেন। পরে ওজালের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তার্কিশ মিনিট।



 

Show all comments
  • Morshed ১৯ এপ্রিল, ২০২১, ১০:৩৩ এএম says : 0
    মাশাআল্লাহ। আল্লাহ উনাকে দীর্ঘজীবী করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেলাওয়াতের ভিডিও ভাইরাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ