বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার করোনায় মারা গেলেন কক্সবাজারের আরো একজন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম বক্সী। তিনি রোববার (১৮ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেছেন।
তিনি স্বস্ত্রীক ভারতের চেন্নাইতে একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন। সেখানেই মৃত্যু বরণ করেন তিনি।
তাঁর স্ত্রী লুৎফার ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আল্লাহ পাকের ফায়সালা আজ তাকে চলে যেতে হল।
তাঁর এক ছেলে ও মেয়ে সেখানে তাদের মা-বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা যুদ্ধে আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচানো গেল না।
নজরুল ইসলাম বক্সীর স্থায়ী বাড়ি সিলেটে হলেও তিনি উখিয়া থেকে মরহুম সাংবাদিক শাহাবুদ্দিন আহমদের মেয়ে লুৎফাকে বিয়ে করে কক্সবাজারে স্থায়ী হয়েছেন।
তিনি কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির প্রথম বার্তা সম্পাদক ছিলেন। তিনি খুব বন্ধু বৎসল সজ্জন এবং স্পষ্ট ভাষী মানুষ ছিলেন। এছাড়াও ভোরের কাগজসহ জাতীয় কয়েকটি সংবাদ পত্র এবং কক্সবাজার ও সিলেটের বিভিন্ন সংবাদ পত্রে কাজ করেছেন। এক সময় ভয়েস অব আমেরিকাতে ও কাজ করেছেন তিনি।
পাশাপাশি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন নজরুল ইসলাম বক্সী।
উল্লেখ্য, গত বছর কক্সবাজারের আরো একজন সাংবাদিক আব্দুল মোনায়ম খান করোনায় মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।