বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন আরও ৭৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১২ হাজার ১০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন।
শনিবার (১৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২৩ জন, সদরে ১৪ জন, বন্দরে ১১ জন, সোনারগাঁয়ে ১৪ ও রূপগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত ৪ হাজার ৬৫৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত ২ হাজার ৪৮৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭২১ ও মারা গেছেন ৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৪২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ১১৫ জন ও মারা গেছেন ৩৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৬ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৯৫ হাজার ৬৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪০ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৯ হাজার ৭১৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৭৬৮ জন, সদর উপজেলার ২ হাজার ১০৩ জন, রূপগঞ্জের ১ হাজার ৬৭৪ জন, আড়াইহাজারের ৭৪৮ জন, বন্দরের ৫৩৫ ও সোনারগাঁয়ের ৮৮৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।