Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবরীর মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমীদের শোক

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৪:২৮ এএম

কিংবদন্তি অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন গুনী এই অভিনেত্রী। কবরীর মৃত্যুতে শোকে ভাসছে পুরো সাংস্কৃতিক অঙ্গন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথামালা নিজেদের শোক ও অভিব্যক্তি প্রকাশ করছেন চলচ্চিত্রপ্রেমী সকল মানুষ।

চিত্রনায়িকা শাবানা ও কবরী ছবি শেয়ার করে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেন, ‘কবরী আপার মৃত্যুর কথা যখন শাবানা জি কে বললাম, তিনি অনেকক্ষণ কোন কথা বলেন নি .... তারপর কান্না ভেজা কণ্ঠে বললেন (কবরী একজনই হয়) ..... লিজেন্ডের প্রতি লিজেন্ডের অসাধারণ রিসপেক্ট।’

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘বাংলা চলচ্চিত্রের কীর্তিমতি অভিনেত্রী কবরী আপার মহাপ্রয়ানে তাঁর বর্ণাঢ্য কর্মময় স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। মহাপ্রভুর মহান কৃপায় প্রিয় কবরী আপার আত্মা শান্তিতে থাকুক।’

চিত্রনায়ক নিরব লিখেন, ‘সারেং বউ, ময়নামতি ,সুজন সখী,সাত ভাই চম্পা,বধূ বিদায়,বাংলা চলচ্চিত্র ইন্ড্রাস্টির মিষ্টি মেয়ে নামে খ্যাত বরেন্য অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এই কিংবদন্তির মৃত্যুতে শোকাহত !’

কবরীর সাথে নিজের একটি ছবি শেয়ার করে চিত্রনায়ক ইমন লিখেন, ‘কবরী আপা। আর কোন দিন দেখা হবে না। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন।’

ম্মৃতিচারণ করে অভিনেত্রী তাহমিনা অথৈ লিখেন, ‘কবরী আপার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিলো ৮ নভেম্বর ২০১৯ উনার গুলশানের বাসায়। বিকাল ৫ - রাত ৯ টা অনেক আড্ডা হলো। চলচ্চিত্র নিয়ে, কাজ নিয়ে, জীবনযাপন নিয়ে। অনেক কিছু সাজেস্ট করেছিলেন। বলেছিলেন তুমি ভীষণ মিষ্টি মেয়ে। পরবর্তী কাজের সময় তোমার কথা সর্বপ্রথম মনে থাকবে। একসাথে কাজ হবে। অনেক আড্ডা দিবো৷ টানা ৪ ঘন্টা আড্ডায় একটুও ক্লান্তি লাগেনি। মনে হচ্ছিল উনার কথা সারাদিন রাত শুনলেও শেষ হবার নয়। কিছুই আর হলো না। আপনার প্রতি সহস্র শ্রদ্ধা কিংবদন্তি। ভালো থাকবেন।’

শান্ত শেখ লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ