বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এঅবস্থায় করোনায় মৃত্যু তথ্য গোপন করে শুক্রবার রাতে গণজমায়েতে জানাযা ও দাফন সম্পন্ন করেছে নিহতের পরিবার।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামের কাজিম উদ্দিন ফকিরের স্ত্রী জাহানারা বেগম (৭৫) কে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে নমুনা দিয়ে করোনা শনাক্ত হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন জাহানারা বেগম। এতে অবস্থার অবনতি হলে শুক্রবার হাসপাতালেই তার মৃত্যু হয়। এঅবস্থায় নিহতের পরিবার করোনায় মৃত্যু হয়েছে এমন তথ্য গোপন করে গণজমায়েতে জানাযা ও দাফন সম্পন্ন করেছে। বিষয়টি নিয়ে এলাকায়আতঙ্ক ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানাযায় অংশগ্রহণকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি করোনায় আক্রান্ত বিষয়টি আমরা জানাযার ৫ মিনিট আগে জানতে পেরেছি। পরে উপস্থিত সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির দুই ছেলে বিষয়টি গোপন করেছে। একজন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত অন্যজন এলজিইডি মন্ত্রণালয়ে কর্মরত। তারা সচেতন মানুষ হয়েও করোনায় মৃত্যুর তথ্য গোপন রেখে গণজমায়েতে জানাযা ও দাফন সম্পন্ন করেছে তা খুবই দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।